নিজস্ব প্রতিনিধি – মুহূর্তে ভারতে কোভিডের বাড়বাড়ন্ত অনেকটাই কম। আগামি দিনে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রিতই থাকে সেই লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র সরকার তার জারি থাকা কোভিডবিধির আওতায় যোগ করেছিল আরও সাতটি দেশকে। এবার পশ্চিমবঙ্গেও জারি হল সেই নিয়ম। এতদিন মূলত ব্রিটেন ও ব্রাজিল থেকে আগত যাত্রীদের উপরই কোভিডবিধির কড়াকড়ি ছিল। কেন্দ্র সেই তালিকায় যোগ করেছে আরও ৭টি দেশ– নিউজিল্যান্ড , মরিশাস জিম্বাবোয়ে , বসৎওয়ানা, চিন, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এর ই প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যভবন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে কী কী কোভিডবিধি আরোপ হবে তা নিয়েও আলোচনা হয়েছে।
সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে বিশ্বে করোনার নতুন স্ট্রেন আতঙ্ক ছড়াচ্ছে। সেই স্ট্রেন থেকে রাজ্যকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।