নিজস্ব প্রতিনিধি – সেপ্টেম্বর থেকে যে সমস্ত ইন্টারন্যাশনাল রুটে ভারত থেকে ফ্লাইট চলাচল করছে, তার একটা তালিকা নীচে দেওয়া হল । তবে এই সমস্ত দেশে যাওয়ার জন্য ‘এয়ার বাবল’ চুক্তিতে ভারতীয়রা এখন সরাসরি ফ্লাইট পরিষেবা পাবেন-

আফগানিস্তান- কাবুল, বাহরিন, বাংলাদেশ- ঢাকা, কানাডা- টরোন্টো, ভ্যাঙ্কুভার, ফ্রান্স- প্যারিস, জার্মানি- ফ্রাঙ্কফার্ট, জাপান- টোকিও (নারিতা), কেনিয়া- নাইরোবি, কুয়েত, মলদ্বীপ, নেপাল- কাঠমাণ্ডু, ওমান- মাস্কট, কাতার- দোহা, রাশিয়া- মস্কো, শ্রীলঙ্কা- কলম্বো, সংযুক্ত আরব আমিরশাহি- দুবাই, আবুধাবি, ব্রিটেন- লন্ডন, বার্মিংহ্যাম, মার্কিন যুক্তরাষ্ট্র- শিকাগো, ওয়াশিংটন, নেওয়ার্ক, স্যান ফ্রান্সিস্কো

Loading