নিজস্ব প্রতিনিধি – ভারতে করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়াচ্ছে কেরল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩৪৬ জন করোনায় সংক্রামিত হয়েছেন। তবে যেটা চিন্তার বিষয় সেটা হল, নতুন করে সংক্রামিত ১৮ হাজার ৩৪৬ জনের মধ্যে ৮ হাজার ৮৫০ জনই পিনারাই বিজয়নের রাজ্যের বাসিন্দা। ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। তার মধ্যে ১৪৯ জনই কেরলের। দেশে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও কেরলে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
84 total views, 2 views today