নিজস্ব প্রতিনিধি – সম্প্রতি তালেবান বাহিনী আফগানিস্তান দখলের পর ভারতের জম্ম-কাশ্মীর নিয়ে শঙ্কা বেড়েছে। এর প্রভাবে দেশটিতে সশস্ত্রগোষ্ঠীর ছত্রছায়ায় আবারও শাখা-প্রশাখা বাড়াতে পারে আল কায়দা। যার প্রভাবে অঞ্চলজুড়ে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতোমধ্যে ভারত নিয়ন্ত্রিত ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়েছে। এ ছাড়া আল কায়দা কাশ্মীরসহ ‘ইসলামী ভূখণ্ড’কে মুক্ত করতে বিশ্বজুড়ে জিহাদের ডাক দিয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে কাশ্মীর সংকট আরও ঘনীভূত হবে এবং যা ভারতের মাথাব্যথার বড় কারণ হতে পারে। এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সংস্থা আইবির সূত্র বলছে, তালেবান ক্ষমতা দখলের পর কাশ্মীরে ছয়টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়েছে। এ ছাড়া গত এক মাসে উপত্যকার নানা প্রান্তে ছোট-বড় হামলা চালিয়েছে ৫০ থেকে ৬০ সন্ত্রাসী। তারা নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান।
শ্রীনগরের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এ অঞ্চল থেকে অন্তত ৬০ জন যুবক ‘নিখোঁজ’ হয়েছে। তাদের গন্তব্য পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির বলেই আশঙ্কা করছেন ভারতীয় গোয়েন্দারা।