২৪ ঘন্টা খাসখবর (নিজস্ব প্রতিনিধি) – সাউথ দমদম পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় ঘোষ। ২৪ শে জুন থেকে ২৬ শে জুন ২০২৩, থাইল্যান্ড দেশের ব্যাংকক শহরে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ ২০২৩ এ সোনা এবং রৌপ পদক বিজয়ী।  সুজয় ভারতের হয়ে মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ  করে  দুটি সোনা এবং দুটি রৌপ্য পদক অর্জন করে। ভারত ছাড়া এই প্রতিযোগিতায় আরো দশটি দেশ অংশগ্রহণ করে। তাছাড়া বিগত দিনে সুজয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেও সাফল্য অর্জন করেছে।

     সুজয় ছোটবেলার শিক্ষাগুরু শ্রদ্ধেয় বিশ্বনাথ চ্যাটার্জি স্যার এর কাছ থেকে সে প্রশিক্ষণ নেয় এবং বর্তমানে সে হুগলি জেলার কোন্নগর শহরের শ্রদ্ধেয় গৌরাঙ্গ সরকার মহাশয় স্যারের কাছ থেকে yoga Era ক্লাব থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রশিক্ষণ নিয়ে আসছে। সুজয় তার শিক্ষাগুরু  গৌরাঙ্গ সরকার মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছে । সুজয়ের কথায় ‘ওনার জন্য আমি আজ এত বড় সাফল্য অর্জন করতে পেরেছি’। ২৪ ঘন্টা খাসখবরের পক্ষ থেকে সুজয়ের এই সাফল্যের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আশাকরি ভবিষ্যতে সুজয় দেশের মুখ উজ্জ্বল করবে।

Loading