নিজস্ব প্রতিনিধি – আজ বিশ্বকর্মা পুজো। ছোট, বড়, মাঝারি শিল্প প্রতিষ্ঠানে তার প্রস্তুতি পর্ব চলছে। তবে, গতবারের মতো এবারেও বিশ্বকর্মা পুজো কোন জৌলুস নেই। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে পুজো কেন রকমে নমো নমো করে সারছে সব শিল্পপ্রতিষ্ঠান। এবার হলদিয়া শিল্পাঞ্চল বিশ্বকর্মা পুজো হচ্ছে দায়সারাভাবে। জৌলুস নেই বললেই চলে। কারন করোনা আবহে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে না হয় ধুঁকছে। এদিকে, মৃৎশিল্পীরা বিশ্বকর্মার ছাঁচের প্রতিমার পসরা নিয়ে বসেছেন সর্বত্র। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিমা বিক্রি না হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের। অপরদিকে, সকাল থেকে প্রতিবছরের মতো ফল ও দশকর্মা দোকানে ভিড় দেখা যাচ্ছে না। করোনা আবহে শিল্প প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেই নমো নমো করেই পুজো সারবেন বলে জানান পুজো উদ্যোক্তারা। বাজারে ফলের দাম ছিল ঊর্ধ্বমুখী। দশকর্মা ভাণ্ডারের বিক্রেতারা বলেন, ‘দশকর্মা দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। বিশ্বকর্মা পুজোর জন্য শিল্প প্রতিষ্ঠানের মালিকরা অন্যান্য বারের তুলনায় অনেক কম বাজেটের কেনাকাটা করছেন। দুপুর গড়িয়ে গেলেও সেভাবে খদ্দেরদের আনাগোনা নেই বললেই চলে।‘