নিজস্ব প্রতিনিধি – করোনা মহামারিতে বিশ্বের বেশিরভাগ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। এ কারণে এ শিল্পের সঙ্গে যারা জড়িত তারা কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, পর্যটনখাতে ধস নেমে গত বছর এশিয়ায় ১৬ লাখ মানুষ কর্ম হারিয়েছেন এবং এদের বেশিরভাগ হচ্ছে নারী।

শুক্রবার (১৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

জাতিসংঘের এই সংস্থা আরও জানায়, পর্যটনখাতে কর্ম হারানোর মধ্যে এক-তৃতীয়াংশই হচ্ছে এশিয়ার পাঁচটি দেশের। দেশগুলো হলো-ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্রুনাই ও মঙ্গোলিয়া।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইএলওর আঞ্চলিক পরিচালক চিহোকো আসাদা-মিয়াকাওয়া বলেন, এই অঞ্চলের পর্যটনের ওপর করোনাভাইরাসের প্রভাব বিপর্যয় থেকে কম কিছু নয়।

তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলো দ্রুত গতিতে করোনা প্রতিরোধী টিকাকরণের কাজ চালিয়ে যাচ্ছে ও ধীরে ধীরে সীমান্ত খুলে দেওয়ার চেষ্টা করছে। আগামী বছর থেকে পর্যটনখাতে কর্মঘণ্টা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Loading