নিজস্ব প্রতিনিধি – আগামী বছর ৪০৩ বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করবে দল, ঘোষণা করে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের দাবি, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এর আগে কোনও স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দল এভাবে মহিলাদের ৪০ শতাংশ আসনে প্রার্থী করার কথা ভাবেওনি। নির্বাচনের  আগে সব দলই পরিকল্পনা সাজাচ্ছে। এই মুহূর্তে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির পর উত্তরপ্রদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। গত বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের নিরিখে কংগ্রেস এখন যোগীর রাজ্যে চতুর্থ শক্তি। ভোটের মুখে প্রিয়াঙ্কা গান্ধী মরিয়া চেষ্টা করছেন দলের শক্তি বাড়ানোর। আর সেই লক্ষ্যে এবার তিনি টার্গেট করেছেন রাজ্যের মহিলা ভোটারদের।

 114 total views,  2 views today