নিজস্ব প্রতিনিধি – এবার পশ্চিমবঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি, গঙ্গায় ঢুকতে পারে শবদেহ! বিভিন্ন রাজ্যের মতো করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ভারতের পশ্চিমবঙ্গেও। আগের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্ত্রে নতুন রেকর্ড গড়েছে এই রাজ্য। বুধবার পশ্চিমবঙ্গে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ১৩৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩২ জনের। রাজ্যের নিরিখে করোনাকালে যা দৈনিক মৃত্যুর হিসাবে সর্বোচ্চ।
পশ্চিমবঙ্গে সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা এবং উত্তর ২৪ পরগনায়। গত ২৪ ঘণ্টায় শহরে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছে ৩৭ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে শনাক্ত ৩ হাজার ৯৯৮, মৃত্যু হয়েছে ৩৯ জনের। এখনও পর্যন্ত গোটা রাজ্যে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৩২ হাজার ৭৪০ জন। এছাড়া গত একদিনে রাজ্যে করোনা মুক্ত ১৮ হাজার ৯৯৪ জন। রাজ্যে করোনা সুস্থতার শতকরা হার ৮৬ দশমিক ৪২ শতাংশ।