নিজস্ব প্রতিনিধি – দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া চলছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ভালো খবর শোনাতে পারেনি৷ তবে দক্ষিণবঙ্গে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই৷
বরং তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার দাপটও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে৷