নিজস্ব প্রতিনিধি – জলবায়ু পরিবর্তন নিয়ে আশঙ্কার বার্তা দিয়ে সতর্ক করলো জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিশ্বের তাপমাত্রা এই দশকেই দেড় ডিগ্রি বৃদ্ধি পাবে, পালানোর জায়গা নেই। বেশ কয়েক বছর ধরে সতর্ক করার পর এবার জলবায়ু পরিবর্তন নিয়ে এমনই সতর্কতা দিয়েছে জাতিসংঘ। সোমবার জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার কমিটি বা আইপিসিসি’র এক রিপোর্টে বলা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যে চরম তাপপ্রবাহ, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, খরা বা সাইক্লোন হতে দেখা যাচ্ছে-তাতে জলবায়ুর এই পরিবর্তন স্পষ্ট ফুটে উঠেছে।

এজন্য নিঃসন্দেহে দায়ী মানুষের কর্মকাণ্ড।

১৯৫টি সদস্য দেশের সঙ্গে বৈঠকে সোমবার আইপিসিসি-র রিপোর্টটি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পেশ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। রিপোর্ট এর কো-অথর লিন্ডা মার্নস বলেছেন, ‘কোথাও পালানোর জায়গা নেই, লুকানোরও জায়গা নেই’।

ওই রিপোর্টে বলা হয়েছে, ২০০৮ সালে বিজ্ঞানীরা যা আঁচ করেছিলেন, তার চেয়ে এক দশক আগেই বৈশ্বিক উষ্ণায়ন বিপজ্জনক জায়গায় পৌঁছতে পারে। ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্বের সার্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বিশ্ব উষ্ণায়নের জেরে ১৯০১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সমুদ্রের পানির স্তর যেখানে প্রতি বছর ১.৩ মিলিমিটার করে বাড়ছিল, ২০০৭ থেকে ২০১৮ সালে তা বছরে ৩.৭ মিলিমিটারে গিয়ে ঠেকেছে। সামগ্রিকভাবে ১৯০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গোটা বিশ্বে পানির স্তরের গড় বৃদ্ধি ছিল ০.২০ মিটার।বর্তমানে জলবায়ু পরিবর্তন কতোটা উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে, তা-ও বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে ওই রিপোর্টে।

Loading