নিজস্ব প্রতিনিধি – ভারতে শারদীয় দুর্গাপূজা চলাকালীনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮২৩ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্ত বেশি ১০.৫ শতাংশ। সেই সঙ্গে বুধবার বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদিও এ নিয়ে পরপর পাঁচ দিন ২০ হাজারের নিচে থাকল দেশটির দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ১ হাজার ১৭৩ জন। গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২২৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ১৮৯ জনের। দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কমে হয়েছে ৭ হাজার ২৪৭ জন। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬৫৩ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায়। তবে আগের তুলনায় কিছুটা হলেও কমেছে। মহারাষ্ট্রেও কমেছে দৈনিক সংক্রমণ। তামিলনাড়ুতে কমলেও হাজারের ঘরেই রয়েছে। এরই মধ্যে চলছে দুর্গাপূজা।
এদিকে দুর্গাপূজা দেখতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উপচে পড়ছে মানুষের ভিড়। তা নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে।