নিজস্ব প্রতিনিধি – উৎসবের মরসুমকে পাত্তা না দিয়ে ফের বাড়লো জ্বালানির দাম । জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সোমবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম।  সোমবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৫ টাকা ৯ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৬ টাকা ২৮ পয়সা। একসপ্তাহ ধরে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। ফলে জিনিসপত্রের দামও চড়ছে। করোনা আবহে সবদিক থেকে পকেটে টান পড়ায় সঙ্কটে সাধারণ মানুষ।

 98 total views,  2 views today