নিজস্ব প্রতিনিধি – উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে প্রাণ হারালেন বাংলার পাঁচ পর্বতারোহী। বৃহস্পতিবার তাঁদের দেহ উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।এছাড়াও আরও ৭০ জন বাঙালি পাহাড়ে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এ রাজ্য থেকে গিয়ে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের তৎপরতা শুরু করেছে ‘নবান্ন’। নবান্ন উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে।