নিজস্ব প্রতিনিধি – দর্শকের অভাবে জমছে না কোপা আমেরিকা। আর এই দর্শকরাই কাল হয়ে উঠতে পারে ইউরোপের জন্য। মাঠে দর্শক নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজনের কারণে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। সংক্রমিত হয়েছেন স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া হাজার হাজার ভক্ত-সমর্থক। গোটা দুনিয়া কাঁপছে ফুটবল জ্বরে। দুই মহা-দেশে চলছে ফুটবলের দুটি মেগা আসর। লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা, আর ইউরোপ মেতেছে, ইউরো চ্যাম্পিয়নশিপে। কোপা আমেরিকা যেনো কিছুটা আঁধারে ঢাকা পড়েছে দর্শকশূন্য গ্যালারির কারণে। ভিন্ন চিত্র ইউরোতে। গ্যালারি ভরা দর্শক। ফুটবল প্রেমীদের উল্লাসে প্রাণ ফিরেছে খেলার মাঠে। শুধু স্টেডিয়াম নয়, ইউরোপের পথে ঘাটে কেবল ফুটবলের জয়গান। খেলাটার প্রেমে মানুষ এতোটাই অন্ধ, ভুলে গেছে করোনা নামক ভয়াল শত্রুর কথা। সামাজিক দূরত্ব দূরের কথা, কোথাও নেই নুন্যতম সচেতনতা। ঘর ছেড়ে একদেশ থেকে আরেক দেশে দাপিয়ে বেড়াচ্ছেন, আমুদে ইউরোপিয়ানরা। আর তাতেই যেনো ইউরোপজুড়ে আবারো লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। স্কটল্যান্ডের স্বাস্থ্য বিভাগের এক জরিপে বলা হয়েছে, সম্প্রতি দেশটার দুই হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যারা স্টেডিয়ামে খেলা দেখেছেন। করোনার কারণে স্কটল্যান্ড ছেড়েছিলো, মাত্র ২৬০০ টিকেট। আক্রান্ত ব্যাক্তিদের মাধ্যমে অসংখ্য মানুষ সংক্রমিত হওয়ার শঙ্কা দেশটার স্বাস্থ্য বিভাগের। ইংল্যান্ডের অবস্থা ভয়ানক হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে জরিপে। খেলা উপলক্ষ্যে হাজারো ফুটবল সমর্থক জড়ো হয়েছেন লন্ডনে। ওয়েম্বলির আশপাশে আনন্দ উল্লাশে মেতে থাকতে দেখা গেছে তাদের। শুক্রবার নতুন করে ২৭ হাজার ১২৫ জন নতুন রোগি শনাক্ত হয়েছে। যা গেল সাতদিনের তুলনায় ৭৪ শতাংশ বেশি। মৃত্যু হয়েছে ২৭ জনের। জার্মানি-ইংল্যান্ডের ম্যাচের পর চটেছেন, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ পরিস্থিতির মধ্যেও, স্টেডিয়ামে, ৪০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়াকে দায়ীত্বহীনতা বলেছেন তিনি। আর মাত্র ১৫ মাস পরেই কাতারে বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। আয়োজকরা আপতত তাকিয়ে কোপা আর ইউরো দিকে।

 138 total views,  2 views today