নিজস্ব প্রতিনিধি – মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল স্মার্টফোনের পর স্মার্টওয়াচের দুনিয়ায় শীর্ষ অবস্থান দখল করেছে। অ্যাপলের স্মার্টওয়াচ নানা ধরনের ফিচার নিয়ে নতুনরূপে বাজারে আসছে কিছু দিন পরপরই। এবার তাদের নতুন সংযোজন ডায়াবেটিস রোগীদের জন্য। স্যাম্পল না দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা যাবে নতুন এ স্মার্টওয়াচ দিয়ে। সম্প্রতি এমনই একটি ফিচার নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল এমন একটি প্রযুক্তি বের করা নিয়ে কাজ করছে বলে জানা যায়। প্রতিষ্ঠানগুলো রক্তের স্যাম্পল ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যাবে।
ধারণা করা হচ্ছে সুঁই ফোটানোবিহীন প্রযুক্তি নিয়ে এ বছরই অ্যাপল ওয়াচ বাজারে আসতে পারে। বিষয়টি গুঞ্জন হলেও এর সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেকের দাবি, এক বছরের মধ্যে অ্যাপল ওয়াচ এমন প্রযুক্তি নিয়ে আসবে। তবে অ্যাপল ওয়াচে অনেক হেলথ ফিচার থাকলেও সেগুলো যেমন মেডিকেল যন্ত্রপাতির বিকল্প হতে পারেনি, ঠিক তেমনই এ ফিচারটি এলেও সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই।
ডায়াবেটিস নির্ণয়ের জন্য অ্যাপলের অ্যাপটির নকশা করেছে ডেক্সকম। মাত্র ৫ মিনিটের মধ্যেই এ অ্যাপের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা নির্ণয় করা যাবে। স্মার্টওয়াচের মাত্র ২০ ফুট দূরত্বে থাকা অ্যাপল ফোনেও চলবে এ অ্যাপটি।