নিজস্ব প্রতিনিধি – আবারও বাড়ল জ্বালানির দাম। উৎসবের মরসুমে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির জ্বালানির দাম বাড়ানোয় বিরাম নেই। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। ডিজেলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়েছে। ডিজেলের নতুন দাম হল ৯৮ টাকা ৭৩ পয়সা। ক্রমাগত বেড়ে চলায় ডিজেলও এখন সেঞ্চুরির পথে।

 114 total views,  2 views today