নিজস্ব প্রতিনিধি – ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে আমাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। তিনি সোমবার তামিলনাড়ুর ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে একটি অনুষ্ঠানে পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেন, ভারতের কাছে দু’টি যুদ্ধে পরাজয়ের পর, আমাদের এক প্রতিবেশি দেশ ছায়াযুদ্ধ শুরু করেছে। ওদের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ সন্ত্রাসবাদ। ওরা অস্ত্র, টাকা এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়ে ভারতকে টার্গেট করছে। রাজনাথ বলেন, অন্য দেশে গিয়ে সন্ত্রাসের অবসান ঘটানোর প্রয়োজন হলেও ভারত পিছিয়ে থাকবে না। আমাদের এই ক্ষমতা তৈরি হয়েছে যে আমরা আমাদের নিজ ভূমি থেকে আঘাত করতে পারি এবং তাদের ভূমিতে ঢুকেও আঘাত করতে পারি। আমাদের শক্তির কারণে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি অনুসরণ করছে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরুপ রাহা বলেন আজগানিস্তানে ভারতের সামরিক কার্যকলাপে জড়িত হওয়া উচিত নয় কারণ চীন ও পাকিস্তান আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যে ‘অসৎ উদ্দেশ্য’ সাধন করছে তাতে তারা নিজেরাই বিপদে পড়বে। তিনি বলেন চীন উন্নয়নের নামে আফগানিস্তানে অর্থ ঢাললেও ২ থেকে ৫ বছরের মধ্যে জিনজিয়াংয়ে জিহাদ শুরু হবে।