নিজস্ব প্রতিনিধি – আধার কার্ড প্যান কার্ডের লিংকে শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় সরকার এই লিংকের সময়সীমা ফের বাড়িয়ে দিল। শেষ তারিখ করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। এবার সময়সীমা বাড়ানো হলো ছয় মাস। এই সময়ের মধ্যে লিংক না করা হলে এর প্রভাব পড়বে ব্যাংক একাউন্টে। লেনদেন করতে অসুবিধার সম্মুখীন হতে হবে। অনলাইনে আধার ও প্যান কার্ড লিঙ্ক করবেন কীভাবে? আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links-এর মধ্যে Link Aadhaar অপশন পাবেন। পরের পেজে আপনার আধার নম্বর ও প্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। দিতে হবে নাম। যে ক্যাপচা কোড আসবে সেটা ভরতে হবে। এ বারে Link Aadhaar অপশনে ক্লিক করুন। PAN-Aadhaar Linking-র কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

 102 total views,  2 views today