নিজস্ব প্রতিনিধি – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার নতুন প্রজাতি বি.ওয়ান.৬১৭ প্রথম সন্ধান পাওয়া যায় ভারতে। এই ধরণ মিলেছে জিআইএসএআইডি-এর ডাটাবেসের আরও ১৭টি দেশে। মহামারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।
ক্রমশ চরিত্র পাল্টানো এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যেতেই হবে।
300 total views, 2 views today