নিজস্ব প্রতিনিধি – আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার যুব মোর্চা নেতা রাজু সরকারের মৃত্যুতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে হেস্টিংস অফিসে কয়েকটি তলা ছেড়ে দিচ্ছে রাজ্য বিজেপি। দলের মূল নেতারা সবাই মুরলীধর সেন লেন সদর দপ্তরেই বসবেন যথারীতি। শুধু আইটি বিভাগ ও মিডিয়া সেল সহ কয়েকটি বিভাগ হেস্টিংস দপ্তরে থাকবে। নির্বাচন পরিচালনার জন্য হেস্টিংস মোড়ে আগরওয়াল হাউসের পাঁচটি তলা রাজ্য বিজেপি ভাড়া নিয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের আশা ছিল, যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্যরা এবং বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা বাংলা দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছেন, তাতে জয় অনিবার্য। কেন্দ্রীয় ও ভিনরাজ্যের নেতা-মন্ত্রীদের জন্য অনেক জায়গারও দরকার ছিল। মুরলীধর সেন লেনের অফিসে স্থান সংকুলানের অভাব ছিল। সেজন্যই হুগলি সেতুর কাছাকাছি ওই এলাকায় বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল।

Loading