নিজস্ব প্রতিনিধি – শুক্রবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও  অনেকটাই বাড়ল মৃতের সংখ্যা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১৬। একদিনে মৃত্যু হয়েছে ৫০১ জনের। সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৫ জন। অ্যাকটিভ কেস রয়েছে ১ হাজার ১৪০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ১৪ হাজার ১৮৬ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ৬৯০ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ১৪ হাজার ৮০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪১৬।

 339 total views,  4 views today