নিজস্ব প্রতিনিধি – একেই করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার অবস্থা দেশে। এবার তার দোসর হতে চলেছে ঘূর্ণিঝড়। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আরব সাগরের ফুঁসছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘তাউকতাই’। এটি মায়ানমারের দেওয়া নাম।
মঙ্গলবার আইএমডি-র জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ সৃষ্টি হবে। এই নিম্নচাপ লাক্ষাদ্বীপ লাগোয়া উপকূল ধরে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চলতি সপ্তাহে সংলগ্ন রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। উপকূলীয় অঞ্চলগুলিতে ইতিমধ্যে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি লাক্ষাদ্বীপ সহ দক্ষিণের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ মে নিরক্ষীয় ভারত মহাসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৫ মে তা বেগ বাড়িয়ে ৬০-৭০ কিলোমিটার হবে। পূর্ব-মধ্য আরব সাগর, দক্ষিণ-পূর্ব আরব সাগর সহ লাক্ষাদ্বীপ অঞ্চলে ১৬ মে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে।
186 total views, 2 views today