নিজস্ব প্রতিনিধি – স্প্যানিশ দ্বীপ লা পালমার কামব্রে ভিজা আগ্নেয়গিরি ভয়াবহ আকারে রুপ নিয়েছে। সোমবার (২২ নভেম্বর) এটির লাভা পাহাড় বেয়ে সমুদ্রের জলেতে গিয়ে আঘাত করেছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় শহর তাজাকোর্ট, সান বোরোন্ডন এবং এল কার্ডনের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কামব্রে ভিজা আগ্নেয়গিরির লাভার একটি নতুন স্রোত সমুদ্রের জলেতে পতিত হয়েছে। এমতাবস্থায় বিষাক্ত গ্যাস আবহাওয়ার সঙ্গে মিশে যেতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গত দুই মাস ধরেই সেখানে অগ্ন্যুৎপাত হচ্ছিল।

স্থানীয় কাউন্সিলের ড্রোন ফুটেজে দেখা গেছে, লাল গরম গলিত লাভাগুলো পাথরের পাহাড় বেয়ে আটলান্টিকের জলেতে মিশে যাচ্ছে। পাশাপাশি সেখান থেকে সাদা মেঘগুলো আকাশে চলে যাচ্ছে।

 66 total views,  2 views today