নিজস্ব প্রতিনিধি – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এ ঘোষণা দিয়েছেন। রোববার সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পতাকা উত্তোলনের সময় আকাশপথে পুষ্প বৃষ্টি করে দেশটির বিমান বাহিনীর হেলিকপ্টার।  মোদি বলেন, ভাবুন, যদি ভারতের কাছে নিজের টিকা না থাকত, তাহলে কি হত? সেই ক্ষেত্রে ভারত টিকা পেত কি পেত না, কী করে বলা যাবে। তবে গর্বের সঙ্গে বলতে পারি আজ বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ আমাদের দেশে চলছে। টিকার জন্য অন্য কোনও দেশের উপর নির্ভর করে থাকতে হয় না। ৫৪ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’, এটাই নয়া ভারতের স্বপ্ন পূরণের অঙ্গীকার। ভবিষ্যতে শহরের মতোই পরিষেবা পাবে গ্রামবাসীরা। এটাই ভারতের সংকল্প। ‘ঊজ্জ্বলা থেকে আয়ুষ্মান সহ আরও অনেক প্রকল্পের সুবিধা পায় গরিব মানুষ। অনেক দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি আমরা। আরও এগোতে হবে। গ্রামে ১০০ শতাংশ রাস্তা, ১০০ শতাংশ পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিদ্যুৎ, আবাস যোজনার মাধ্যমে সকলকে জুডে দিতে হবে।’

মোদি বলেন, ‘উত্তর-পূর্বের সব রাজ্যের রাজধানীকে রেলের মাধ্যমে জুড়তে হবে। পূর্ব ভারত হোক, উত্তর-পূর্ব হোক কী জম্মু-কাশ্মীর, সব জায়গাতে বিকাশ পৌঁছে দিতে হবে। সুলভে ওষুধ মিলছে। হাসপাতালের পাশে অক্সিজেন প্লান্ট হচ্ছে। বিকাশ সর্ব স্তরে হওয়া উচিত। গত ৭৫ বছরে এই লক্ষ্যেই প্রচেষ্টা চলছে। এটিকে আরও দ্রুত গতিতে করতে হবে। জম্মু-কাশ্মীরের উন্নয়ন চোখে দেখা যাচ্ছে। ডিলিমিটেশনের কাজ চলছে। ভবিষ্যতে উপত্যকায় বিধানসভা ভোট হবে। একদিকে লাদাখ নয়া পরিকাঠামোয় উন্নয়নের সাক্ষী থাকছে, অন্যদিকে সিন্ধু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে।

 212 total views,  4 views today