নিজস্ব প্রতিনিধি – বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে রাজ্যের ৭ জেলায় ১০০ পার করল ডিজেলের দাম। ঝাড়গ্রামে পেট্রোলের দাম বাড়ছে লিটারে ১০৮ টাকা ৯৪ পয়সা, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১৬ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোলের দাম লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৬৪ পয়সা।

আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৫২ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম লিটারে ১০৯ টাকা ১৭ পয়সা, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ৪০ পয়সা। রবিবার কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড গড়ল। এদিন কলকাতায় লিটারে ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ১১ পয়সা। লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা।

Loading