নিজস্ব প্রতিনিধি – বিজেপি নেতা রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘণ্টা তিনি কোনও প্রচারে অংশ নিতে পারবেন না।
গত শনিবার কোচবিহার জেলার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে চলছে একে অপরের ঘাড়ে দোষ চাপানোর পালা। সেই প্রসঙ্গে হাবড়া আসনের বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেছিলেন, ‘শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। আর কেন্দ্রীয় বাহিনী কেন তা করেনি, সেজন্য বাহিনীকে শোকজ করা উচিত।’ রাহুলের এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।
সোমবার তৃণমূলের তরফে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের দপ্তরে যায়। প্রতিনিধি দলের সদস্যরা শীতলকুচি কাণ্ডে রাহুল সিনহার বক্তব্যের বিরুদ্ধে কমিশনে নালিশ জানান। তারপরই মঙ্গলবার রাহুলের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘণ্টা তিনি কোনও প্রচারে অংশ নিতে পারবেন না।
176 total views, 2 views today