নিজস্ব প্রতিনিধি- গরমের দাপটে নাজেহাল বাংলা। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ, ন্যূনতম ১৯ শতাংশ।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়া বইলেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।
সূএ:উওরবঙ্গ সংবাদ
182 total views, 2 views today