নিজস্ব প্রতিনিধি- ৬ অথবা ৭ মার্চ রাজ‍্যে আসছেন কমিশনের চার পর্যবেক্ষক । বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে পর্যবেক্ষকদের বৈঠকের পর একথা জানানো হয়েছে। তালিকায় রয়েছেন দু’জন পুলিশ অবজারভার। একজন আয়-ব্যয় সংক্রান্ত অবজারভার এবং একজন জেনারেল অবজারভার। প্রতিটি বিধানসভা আসনে ২ জন করে সাধারণ পর্যবেক্ষক থাকবেন। এছাড়া জেলায় একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। রাজ্যের নির্বাচনে মোট পর্যবেক্ষকের সংখ্যা ৫০০ ছাড়াতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

গত শুক্রবার রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। ৮ দফা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। ভোটের ফলাফল ২ মে। এদিনের বৈঠকে পর্যবেক্ষকদের নিরপেক্ষতার বিষয়ে সতর্ক করেছে কমিশন।

Loading