Zulfikarali, Digha- যশ ঝড়ের পর দীপ্ঘদিন পর আজ দীঘায় প্রচুর পর্যটকের ভীড় দেখা যায়। তবে তাঁদের  অধিকাংশই মাস্কহীন অবস্থায় দেখা গিয়েছে। এমনকি বাচ্চা থেকে বড় করোর  মুখে মাস্ক  নেই । এনিয়ে কেন মাস্ক না পরে দীঘার সৈকতের ভীড়ে এসেছেন তা জানতে চাইলে রীতিমত পর্যটকরা মারমুখী হয়ে ওঠে। এবং ছবি তুললে কেন পারমিশন না নিয়ে মাস্কহীনদের  ছবি তোলা হল রীতিমত ক্ষেপে উঠতে দেখা যায় পর্যটকদের। তবে পুলিশ প্রশাসন কোথায় , পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। করোনার বাড়বাড়ন্তের সময় যশে তছনছ দীঘায় পর্যটকের ভীড় , তাও করোনা বিধি লঙ্ঘন করে , মানছে না কেউ করোনা বিধি নিষেধ ।

Loading