নিজস্ব প্রতিনিধি – ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপি-বামেদের পার্থি কে হবেন এনিয়ে আলোচনা তুঙ্গে। কারন, এখনও পর্যন্ত বিরোধীরা প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিজেপি আজ বুধবার সম্ভবত প্রার্থীর নাম ঘোষণা করতে পারে। তাদের সামনে রয়েছে কতগুলি নাম।নিয়ে জল্পনা চলছে।  তবে বিজেপি মমতার বিরুদ্ধে কোনও মহিলা প্রার্থীকেই দাঁড় করাতে চাইছে। আর সেই মহিলা প্রার্থী হচ্ছেন বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। বিজেপি সূত্রে খবর,  রাজ্য নেতৃত্ব এই নাম পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেখানেই চূড়ান্ত নাম ঘোষণা হবে। আসলে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ভবানীপুরে প্রার্থী করে অবাঙালি ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি। অন্যদিকে, ভোট-পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছেন এই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আবার আরও একটি সূত্র বলছে, কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসকেও এই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। সবদিক মিলিয়ে মহিলার বিরুদ্ধে মহিলা প্রার্থী দিয়ে মাঠ সাজাতে মরিয়া বিজেপি। মহিলা প্রার্থী  ছাড়াও ভবানীপুরের প্রার্থী তালিকায় নাম রয়েছে রুদ্রনীল ঘোষ, তথাগত রায়, অনির্বাণ গাঙ্গুলি, বিশ্বজিত সরকারের। তবে মমতার বিরুদ্ধে বিজেপির কি দাঁড়াচ্ছেন তা সম্ভবত বুধবারই ঠিক হয়ে যাচ্ছে। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী না দিলেও ভবানীপুরে প্রার্থী দেবে বামেরা। সম্ভবত নন্দীগ্রামে পরাজিত সিপিআইএম প্রার্থী মিনাক্ষী মুখার্জিকেই মমতার বিরুদ্ধে দাঁড় করাতে পারে বামেরা। এদিকে কংগ্রেস প্রার্থী না দেওয়ার জন্য সংযুক্ত মোর্চার হয়ে মমতার বিরুদ্ধে প্রচারেও নামবে না, এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী।

Loading