নিজস্ব প্রতিনিধি  – ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের জন্য সিবিআই চারটি স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট গঠন করেছে। এই চারটি এসআইইউ দুই ডজনেরও বেশি আধিকারিক নিয়ে গঠিত। প্রতিটি ইউনিটের প্রধান পদে একজন জয়েন্ট ডিরেক্টর আধিকারিক থাকবেন।উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। সেই রায়ে কার্যত ভোটের পর মানবাধিকার কমিশনের রিপোর্টেই সিলমোহর দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ভোট পরবর্তী খুন ও ধর্ষণের মত বড় ধরণের অভিযোগের তদন্ত সিবিআই করলেও বাড়ি ভাঙচুর করা, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে রাজ্যকে সিট গঠন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সেই রিপোর্ট আগামী ছ’সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে এই রায়দান হয়।

Loading