নিজস্ব প্রতিনিধি  – ভোট মিটতেই মোহভঙ্গ কোচবিহার পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রাক্তন চেয়ারপার্সন ভূষণ সিংয়ের। ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান। শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন।

গত বছর ডিসেম্বরে কোচবিহারে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার মূল মঞ্চে দলের গুরুত্বপূর্ণ নেতারা ঠাঁই পেলেও কোচবিহার পুরসভার তৎকালীন প্রশাসক ভূষণ সিং স্থান পাননি। বিষয়টি নিয়ে একাধিকবার সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যেই দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভূষণবাবু। এতে তাঁর তৃণমূল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে চলতি বছরের এপ্রিলে শুভেন্দু অধিকারীর কোচবিহারের সভায় ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন ভূষণ। কিন্তু খুব অল্প সময়েই তাঁর বিজেপি-মোহ ভঙ্গ হল।

রাজনৈতিকমহল মনে করছে, ভূষণ আশা করেছিলেন, এবারের নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু তা হয়নি। সেকারণেই তাঁর এই ভোলবদল।

Loading