নিজস্ব প্রতিনিধি -ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) পরিচালক ড. অজয় সাহাই বলেন, পাকিস্তানের ট্র্যানজিট রুট দিয়ে কার্গো চলাচল বন্ধ করে দিয়েছে তালিবান। তাই আফগানিস্তান থেকে ভারতের আমদানি বন্ধ রয়েছে। অজয় সাহাই আরো বলেন, আমরা আফগান পরিস্থিতির ওপর নজর রাখছি। আফগানিস্তান থেকে আমরা পাকিস্তানের ট্রানজিট ব্যবহার করে আমদানি করি। যেহেতু তালিবান কার্গো চলাচলই বন্ধ করে দিয়েছে সেহেতু আমদানিও বন্ধ। অজয় আরো বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেক পুরনো। চলতি বছরেই আফগানিস্তানে আমরা প্রায় ৮৩৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। সেখান থেকে আমরা প্রায় ৫১০ মিলিয়ন ডলারের পণ্য আমদানিও করেছি। দেশটিতে আমরা প্রায় ৩ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছি। দেশটিতে আমাদের বিভিন্ন ধরনের প্রায় ৪শ’টি প্রজেক্টের কাজও চলছে।

 116 total views,  2 views today