নিজস্ব প্রতিনিধি  – করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। সম্প্রতি দেশটির বিহার এবং উত্তর প্রদেশে গঙ্গা-যমুনা নদীতে প্রচুর মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে করোনায় মৃতদের দেহ ভাসানো হয়েছে গঙ্গায়। এবার সেই গঙ্গার ধারেই উত্তর প্রদেশের উন্নাওতে দেখা গেল প্রচুর মৃতদেহ বালিতে পুঁতে দেয়া হয়েছে। একটি নয়, দুইটি জায়গায় এরকম পোঁতা অবস্থায় প্রচুর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষজন তাদের মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়ার পর তা জানাজানি হয়। দেহগুলো গেরুয়া কাপড়ে মোড়া। উন্নাওয়ের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার বলেছেন, ‘কিছু মানুষ দেহ পোড়ান না। বালিতে পুঁতে দেন। আমি এই খবর পাওয়ার পরই অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। তাদের তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।’

 180 total views,  2 views today