জুলফিকার আলি, দিঘাঃ ঘূর্ণিঝড় যশের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা উপকূল এলাকা। সমুদ্র ও নদীর পাড় ভেঙ্গে গিয়েছে বহু জায়গায়। তার উপর আবার আগামী ১১ ই জুন ভরা কোটাল। সমুদ্র ও নদীর জল ফুলে ফেঁপে উঠে ঘটতে পারে বিপত্তি। আর সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।  বুধবার সকাল থেকে উপকূল এলাকায় মাইকিং করে জানানো হচ্ছে,  ১০ ইন বিকেল থেকে কেউ যেনো উপকূল এলাকায় না থেকে সেই সাথে সমুদ্র পাড়ে যেন কেউ না যায়। কারন ভরা কোটালের কারনে ঝড় জলের ফলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। তাই  সমুদ্র ও নদী তীরবর্তী এলাকার মানুষদের উঁচু জায়গায় চলে যাওয়ার কথাও প্রশাসনের  পক্ষ থেকে জানানো হয়েছে।

Loading