নিজস্ব প্রতিনিধি – খুলে গেল কালীঘাট মন্দির। মঙ্গলবার সকাল ৬টায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সোমবার রাতে কালীঘাট টেম্পল কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে। তবে এখনই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও সমস্ত কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে।
সম্প্রতি, তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ায় খুশি ভক্তরা।
122 total views, 2 views today