নিজস্ব প্রতিনিধি – ভেঙে গেল কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়ের সংসার। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এক টুইটে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন অনুপ রায়। পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন অনুপম রায়। অর্ধ যুগের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন তারা। তাতে লিখেন, ‘আমরা পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’বিবাহবিচ্ছেদ হলেও আমির-কিরণের মতো বন্ধুত্বটা বেঁচে থাকবে।

তা জানিয়ে তারা লিখেন, ‘একসঙ্গে আমাদের এই সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।

আমরা ঠিক আগের মতোই পরস্পরের খুব কাছের বন্ধু থাকব, যেমনটা আমরা আগে থেকেই ছিলাম। পরস্পরের ভালো-মন্দটা দেখার জন্য সবসময়ই আমরা প্রস্তুত।’

 108 total views,  2 views today