নিজস্ব প্রতিনিধি – বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২১ লাখের বেশি মানুষের এবং মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার মানুষের।
গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬৪২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৯৭ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৯ লাখের বেশি। এদের মধ্যে ১ লাখ ১১ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।
158 total views, 2 views today