নিজস্ব প্রতিনিধি – বিশ্বের সবচেয়ে বেশি দূষিত ১০০টি শহরের তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রকাশিত এই তালিকার মধ্যে ৮৮টিই শহরই ভারত ও চীনের।
সোমবার (২২ নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশিত হয়। তথ্যে জানা যায়, পৃথিবীর সবচেয়ে দূষিত শহর চীনের জিনজিয়াং প্রদেশের হোটান। দূষিতের তালিকায় এরপরের শহরগুলো হচ্ছে- গাজিয়াবাদ, বুলান্দশহর, জালালপুর, ভিবাদি, নয়দা, বৃহত্তর নয়দা, কানপুর, লখনৌ ও দিল্লি।
দূষিত শহরের তালিকায় জায়গা পাওয়া সর্বোচ্চ ৪৬টি ভারতের। শীর্ষ ১০টির মধ্যেও ৯টি ভারতের। পরের অবস্থানে চীন। দেশটির মোট ৪২টি শহর আছে সর্বোচ্চ দূষিতের তালিকায়। আর পাকিস্তানের আছে ৬টি শহর। বাংলাদেশের চারটি শহর ছাড়াও একটি করে দূষিত শহর রয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায়।
বেশ কয়েকটি উপাদানের ওপর নির্ধারণ করা হয়েছে দূষিত বাতাসের মান। এর মধ্যে রয়েছে পিএম টেন, ওজন, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইডসহ আরো কয়েকটি উপাদান।
101 total views, 2 views today