নিজস্ব প্রতিনিধি- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার সরকার গঠন করবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে তিনি এ মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, তৃণমূলই জিতছে।’

তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন আবার। যা ভোট হয়েছে, তাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ নির্বাচনী সভায় জয়ের ব্যাপারে বারবার এ ধরনের মন্তব্য শোনা গেছে অভিষেকের গলায়। অন্যদিকে জয়ের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে পদ্মশিবিরেও। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে আসছে বলে দাবি করেছেন মোদি-শাহরা। করোনাকালে অনেক দফায় ভোট নিয়ে এদিন নির্বাচন কমিশনের সমালোচনাও করেন অভিষেক। ডায়মন্ডহারবারের এ সংসদ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকা কী, তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোর মত পরিষ্কার। যেভাবে করোনা বাড়ছে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। কমিশনের এই ভূমিকা আজ পর্যন্ত দেখিনি। একটা রাজনৈতিক দলকে প্রচারের জায়গা করে দিতে কমিশন এমনটা করছে বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লড়াইয়ের শেষের দিকে। হাতে আর মাত্র এক দফা। তারপরই শেষ হবে ভোটযুদ্ধ।

 118 total views,  2 views today