নিজস্ব প্রতিনিধি – ভারতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশটির করোনার সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে হলে পুরো দেশজুড়ে লকডাউন দেয়ার বিকল্প নেই। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে বেড এবং অক্সিজেন সংকটের মধ্যে সব রোগীকে চিকিৎসা দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই লকডাউনের মাধ্যমে সংক্রমণ কমানোর উদ্যোগ নেয়ার আহ্বান তাদের। করোনার কারণে ইতিহাসের ভয়াবহতম স্বাস্থ্য সংকটে ভারত। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্ত শনাক্ত। এ অবস্থায় চিকিৎসকরা বলছেন, পূর্ণাঙ্গ লকডাউন ছাড়া সংক্রমণ কমানো সম্ভব নয়। দিল্লির গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান ডা. ডি এস রানা বলেন, লকডাউনের মুল লক্ষ্য হলো মানুষের স্থানান্তর বন্ধ করে দেয়া। যেহেতু ভাইরাসের নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে তাই এটা কমপক্ষে ১৪ দিন হওয়া বাঞ্ছনীয়। পুরো ভারতজুড়ে পূর্ণাঙ্গ লকডাউনের কোনো বিকল্প নেই। এটা নিশ্চিত করা গেলেই করোনার বিস্তার একেবারেই কমে আসবে। এর পাশাপাশি ভ্যাকসিন এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। তাইলেই এই হাহাকার কমানো সম্ভব।
দিল্লির গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান ডা. ডি এস রানা বলেন, লকডাউনের মুল লক্ষ্য হলো মানুষের স্থানান্তর বন্ধ করে দেয়া। যেহেতু ভাইরাসের নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে তাই এটা কমপক্ষে ১৪ দিন হওয়া বাঞ্ছনীয়। পুরো ভারতজুড়ে পূর্ণাঙ্গ লকডাউনের কোনো বিকল্প নেই। এটা নিশ্চিত করা গেলেই করোনার বিস্তার একেবারেই কমে আসবে। এর পাশাপাশি ভ্যাকসিন এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। তাইলেই এই হাহাকার কমানো সম্ভব।