নিজস্ব প্রতিনিধি- বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আগেই প্রকাশ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। অবশেষে শনিবার প্রথম দু’দফার নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫৭টি প্রার্থী ঘোষণা করল বিজেপি। জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হয়ে ময়দানে নামছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এছাড়া ময়না বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ক্রিকেটার অশোক দিন্দা। ডেবরা থেকে ভারতি ঘোষ। পটাশপুর থেকে অম্বুজাক্ষ মোহান্তি, কাঁথি উত্তর সুনীতা সিংহ, কাঁথি দক্ষিণ অরূপকুমার দাস, দাঁতন শক্তিপদ নায়েক, গোপীবল্লভপুর সঞ্জীব মাহাতো, বিনপুর পালন সোরেন, বলরামপুর বনেশ্বর মাহাতো, জয়পুর নরহরি মাহাতো, পুরুলিয়া সুদীপ মুখোপাধ্যায়, ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায়, তমলুক হরেকৃষ্ণ বেরা, নন্দকুমার নীলাঞ্জন অধিকারী, হলদিয়া তাপসী মণ্ডল, সবং অমূল্য মাইতি, দাসপুর প্রসন্ন বেরা, তালডাংরা শ্যামলকুমার সরকার, বিষ্ণপুর তন্ময় ঘোষ, ইন্দাস নির্মল ধাড়া, গড়বেতা মদন রুইদাস, শালবনি রাজীব কুণ্ডু, কেশিয়াড়ি সোনালি মুর্মু, খড়গপুর তপন ভুঁইয়া, ঝাড়গ্রাম সুখময় শতপথী, নয়াগ্রাম বকুল মুর্মু, মোদিনীপুর সমিত দাস, বিনপুর পালন সোরেন।
168 total views, 2 views today