নিজস্ব প্রতিনিধি – সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। রোববার (৭ মার্চ) বিজেপির সমাবেশ মিঠুন চক্রবর্তীর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। এ সময় মিঠুনের পরনে ছিল ধুতি-পাঞ্জাবি আর মাথায় কালো টুপি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীসহ অনেকে। মিঠুন চক্রবর্তী এর আগে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের রাজ্য সভার সদস্যও ছিলেন তিনি। তৃণমূলের ভোটের প্রচারের দেখা গিয়েছিল এ অভিনেতাকে। ২০১৬ সালের শেষ দিকে সাংসদ পথ থেকে সরে দাঁড়ান মিঠুন।

মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়াকে এবারের ভোটের বড় চমক হিসেবে দেখছেন অনেকে। এর আগে ১৬ ফেব্রুয়ারি সকালে মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তারপর থেকেই মিঠুনকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

 158 total views,  2 views today