নিজস্ব প্রতিনিধি – এয়ারটেল গ্রাহকদের কাছে খুবই খারাপ খবর। আগামী ২৬ নভেম্বর থেকে এয়ারটেলের সমস্ত প্রিপেড প্ল্যানের দাম বাড়াতে চলেছে সংস্থা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ প্রিপেড ট্যারিফের মূল্য বৃদ্ধি পাবে। প্রতি ইউজারের ক্ষেত্রে গড়ে রেভিনিউ বা আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতী এয়ারটেল কর্তৃপক্ষ।

কোন প্ল্যানের দাম কত হতে চলেছে –

১) ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানের দাম হচ্ছে ১৭৯ টাকা।

২) ২১৯ টাকার প্রিপেড প্ল্যান এবার নিতে হবে ২৬৫ টাকায়।

৩) ২৪৯ টাকার দাম বেড়ে হবে ২৯৮ টাকা।

৪) ২৯৯ টাকার প্ল্যানের দাম বাড়ছে ৩৫৯ টাকা।

৫) ৩৯৯ টাকার প্ল্যান হতে চলেছে ৪৭৯ টাকা।

৬) ৪৪৯ টাকার প্ল্যান বেড়ে দাঁড়াবে ৫৪৯ টাকা।

৭) ৫৯৮ ও ৬৯৮ টাকার প্ল্যানের দাম যথাক্রমে দাঁড়াবে ৭১৯ ও ৮৩৯ টাকা।

৮) ১৪৯৮ টাকার বার্ষিক প্ল্যান দাঁড়াচ্ছে ১৭৯৯ টাকা।

 

 46 total views,  2 views today