নিজস্ব প্রতিনিধি- বেফাঁস মন্তব্য করে বিতর্কে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল। শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর হাটতলা মাঠে একটি জনসভায় অংশ নেন তিনি। সেখানে সুনীলবাবু বলেন, ‘কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। কিন্তু বিমাতৃসুলভ আচরণ আর হবে না। কারণ ২০২১-এ তৃণমূলের সরকার গঠন হলে রাজ্যে ও কেন্দ্রে একই সরকার হবে। একই সরকার হলে ঘরে ঘরে উন্নয়নের বন্যা বয়ে যাবে। প্রতিটা মানুষ ঘর পাবেন, স্বাধীনতা পাবেন।‘

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বর্ধমান পূর্বের সাংসদের এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও সুনীল মণ্ডলের এমন বেফাঁস মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা বিজেপির কোনও নেতাই সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি। তাঁরা শুধু জানিয়েছেন, দলের রাজ্য নেতৃত্ব এবিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

তবে তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু বলেন, ‘সুনীল মণ্ডল মনে হয় বুঝে গিয়েছেন বাংলায় ফের তৃণমূলই ক্ষমতায় আসছে। তাই তাঁর মুখ থেকে এদিন সত্যি কথাটাই বেরিয়ে এসেছে।‘ একই সঙ্গে দেবু টুডু বলেন, ‘এবার মোদি, অমিত শা ও নাড্ডারা বুঝতে পারবেন গদ্দাররা যেখানেই যান, তাঁরা গদ্দারি করবেনই।‘

 124 total views,  2 views today