শান্তি রায়চৌধুরী:- ১৬ আগস্ট দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৮০ সালের এই দিনটিকে ইডেন গার্ডেনে মোহনবাগান- ইস্টবেঙ্গলের খেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল হয়েছিল তাতে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন ফুটবলপ্রেমী। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে ঘোষণা করেছেন ‘খেলা হবে দিবস’  হিসেবে। তাহলে দিনটি  হচ্ছে ফুটবলের  জন্য একটা বিশেষ দিন। আর এই ১৬ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। কারণ এই দিনটাতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এস এন ইউ) এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) কলকাতা ফুটবলের উন্নতিতে হাত মেলালো। এদিন পারস্পরিক চুক্তিবদ্ধ হলো এই দুটি প্রতিষ্ঠান। এই দিন থেকে আইএফএ আয়োজিত কলকাতা ফুটবল লিগ সহ বিভিন্ন টুর্নামেন্টের টাইটেল স্পন্সরও হলো এস এন ইউ। চুক্তি স্বাক্ষরের পর এসএন ইউর উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন,”ফুটবল বাঙালির প্রাণ । আমার দ্বারা যদি বাংলা  বা ভারতের ফুটবলের কিছু উন্নতি হয় সেটা খুবই আনন্দের। আজকের দিনটি ফুটবলের জন্য একটি বিশেষ দিন। তাই এই দিনটাকে বেছে নিয়েছি।”

Loading