নিজস্ব প্রতিনিধি – তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় মমতা বন্দোপাধ্যায়ের প্রশস্তি করে প্রবন্ধ লেখায় জন্য  অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করতে চলেছে সিপিএম। অজন্তা যে এরিয়া কমিটির সদস্য সেই এরিয়া কমিটি থেকেই তাঁকে সাসপেন্ড করার প্রস্তাব পাঠানো হয় কলকাতা জেলা কমিটিতে। সেই প্রস্তাবই মেনে নিয়েছে জেলা কমিটি। তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে অজন্তা বিশ্বাসকে। এর আগে অবশ্য দলের নিয়ম মেনে অজন্তাকে শোকজ করা হয়। শোকজের উত্তর ঠিক মতো না পাওয়ায় জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য ‘জাগো বাংলা’র উত্তর সম্পাদকীয়তে  মমতাকে বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী হিসেবে অভিহিত করেছিলেন অজন্তা বিশ্বাস। সিপিএমের পার্টির সদস্য হয়েও বিরোধী মুখপত্রে লেখার জন্য তাঁকে শো-কজের সিদ্ধান্ত নেয় সিপিএম নেতৃত্ব। অজন্তা অবশ্য জানিয়ে দেন, ‘দলমত নির্বিশেষে বঙ্গ রাজনীতিতে সকল মহিলাদের কথা তুলে ধরতেই তিনি ওই প্রবন্ধ লিখেছিলেন। ওটা তাঁর গবেষণারই অঙ্গ।’

Loading