নিজস্ব প্রতিনিধি -বর পছন্দ না, তাই সাত পাক শেষ করেও বিয়ের আসর ছেড়ে চলে গেলেন কনে। অনেক বোঝানোর পরও তার মন গলাতে পারেননি কেউ। এমনই ঘটনা ঘটেছে  ঝাড়খণ্ডের রাঁচিতে। রাঁচির মান্ডর এলাকার বাসিন্দা বিনোদ লোহরার সঙ্গে বিয়ে ঠিক হয় চন্দা লোহরা’র। কথাবার্তা অনুযায়ী ২৯ শে জুন বিয়ে করতে যান বিনোদ লোহরা। আর বিয়ের দিনই ঘটে বিপত্তি। বিয়ের কার্যক্রম শেষের দিকে। সাত পাক শেষ হওয়ার পর সিঁদুরদানের আগ মুহূর্তে বেঁকে বসলেন কনে। হঠাৎ মণ্ডপ ছেড়ে দেন দৌঁড়। জিজ্ঞেস করলে সোজা উত্তরে বলেন, বর একদমই পছন্দ হয়নি তার। বর এবং কনে পক্ষ মেয়ের সিদ্ধান্তে পরিবর্তন করতে শত চেষ্টা করেও রাজি করাতে ব্যর্থ হন। ঘটনায় এখানেই শেষ নয়। পাত্রীর এমন সিদ্ধান্ত শুনে, চাপ দেয় পাত্র পক্ষ। বিয়ের আয়োজনে যেই খরচ হয়েছে তা ফেরত দিতে ধরনায় বসেন তার পরিবার। বিয়ের জন্য তাঁদের যা খরচ হয়েছে সব ফেরত দিতে হবে বলে পাত্র পক্ষ। এই পরিস্থিতিতে একদিকে মেয়ের বিয়ের জোগাড় করে, অর্থ সংকটে পড়েছেন কনের বাবা। শেষ পর্যন্ত বিয়েই ভেঙে যায়।

 130 total views,  2 views today