নিজস্ব প্রতিনিধি- সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ‘এটা বাংলার সম্মানের নির্বাচন। পরিবর্তনের নির্বাচন। বাংলাকে ‘সোনার বাংলা’ তৈরি করার নির্বাচন।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি  বুধবার  হুগলীতে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। জেপি নাড্ডা বলেন, ‘এই নির্বাচন আসল পরিবর্তনের নির্বাচন, বাংলায় পরিবর্তনের জোয়ার দেখা যাচ্ছে। সবথেকে বড় কথা হল প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, সেজন্য মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। এবং তৃণমূলের নেতারা নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গেছেন। তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে নির্ভয়ে মানুষ ভোট দিয়েছেন। ‘মা-মাটি-মানুষ’-এর পরিবর্তে মমতা ব্যানার্জি কী বেছে নিলেন? তোলাবাজি, কাটমানি ও তোষণ। মমতা দিদি মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। তিনি মায়ের কী হাল করেছেন তা খুব স্পষ্ট।’  তিনি বলেন, ‘আজকের এই সমাবেশে দেখা যাচ্ছে পুরুষের থেকে নারীর উপস্থিতি বেশি। এ থেকে প্রমাণ হয় যে বাংলার নারীরা স্থির করে নিয়েছেন এবার তাদের পরিবর্তন চাই।’

রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে বিজেপি নেতা জেপি নাড্ডার দাবি, ‘দুর্গা পুজো, সরস্বতী পূজা বন্ধ করে দিয়েছে তৃণমূল। কিন্তু এ বছর তৃণমূল কর্মীরা ধুমধাম করে সরস্বতী পূজা করেছে। কিন্তু গত ৪ বছর পুজো বন্ধ ছিল কেন?’

‘মোদিজী বাংলার কৃষকদের সম্মান দিতে চান। কৃষক সম্মান নিধির টাকা পাঠানোর জন্য ‘দিদি’র (মমতা) কাছে কৃষকদের তালিকা চেয়েছেন। কিন্তু দিদি বলেছেন দেবো না, নাম পাঠাবো না, হবে না।’ জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মোদিজী বাংলার জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। কেবলমাত্র বাংলার উন্নয়নের জন্য তিনি এসব করছেন বলেও বিজেপি সভাপতি জেপি নাড্ডা মন্তব্য করেন।

Loading